তোমার জৌলুসপূর্ণ শেষকৃত্যানুষ্ঠানের চেয়েও
একজন নগণ্য মানুষের মৃত্যুও আল্লাহর কাছে
হতে পারে অনেক বেশি বর্ণাঢ্যময়; যদি তার
হৃদয়ের অন্তঃস্থলে থাকে ঈমান আর আল্লাহ্-
রাসুলের প্রতি নিজের চেয়ে বেশি ভালোবাসা।


অথচ, তোমার অন্তরের অন্তঃপুরে যদি বসত
করে অন্ধ অহমিকা! যার দাম্ভিক পদচারনায়
কেঁপে উঠে প্রশান্ত জমিন! বজ্র নিনাদের মত
আস্ফালন আর ভয়ঙ্কর হুঙ্কারে প্রকম্পিত হয়
আরশিল আজীম! তোমার ক্রূর মরণ থাবায়
দুমড়েমুচড়ে যায় প্রান্তিক জনপদের অসহায়-
আশ্রয়হীন, প্রতারিত-নিপীড়িত জনতার আত্মা!


যদি তোমার নিগ্রহে লুন্ঠিত হয় নারীর সম্ব্রম!
যদি কারো আক্রমণে কেঁদে উঠে জননীর প্রাণ!
যদি কোন ধর্ষিতার দীর্ঘশ্বাসে ভারী হয় বীজন!
যদি তোমার দুর্নীতি লঙ্ঘন করে শেষ সীমানা!
যদি তোমার লোভ-মোহ পৌঁছে যায় চূড়ান্তে!
যদি তোমার খাপ খোলা তলোয়ার রঞ্জিত হয়
অজস্র নিষ্পাপ দেশপ্রেমীদের লাল লাল খুনে!
তবে কে করবে তোমার সত্তার সংজ্ঞা নিরূপণ?