আল্লাহ্ অদৃশ্য বলে মেনে নিতে
বড় কষ্ট হয় তাঁর অস্তিত্বকে!
যত্র-তত্র করি অবজ্ঞা-অপমান!
অগ্রাহ্য করি তাঁর শ্রেষ্ঠত্বকে!


কিছুতে হয় না বিশ্বাস আল্লাহ্'কে;
কতই মহান তিনি ক্ষমতাবান,
নানান ছলনায় করি অহম প্রকাশ
অথচ নিজেদের নেই অবদান!


ক্ষমতাশালী বলে হই না নিশ্চিত-
খালি চোখে দেখা যায় না বলে,
অথচ বুঝি না আমার ক্ষমতা কত
তবু করি বাহাদুরি অনেক ছলে!


এবার খেয়েছ ধরা ওহে পালোয়ান!
রুগ্ন হয়ে গেলে ভাইরাস চাপে!
তাকে কি দেখেছ কখনো চর্মচক্ষে?
তবু কেন সংশয়ে ডুবলে পাপে?


কি  ভাবো মানুষ! কে বেশি প্রবল?
জানো কি করোনার কে নিয়ন্ত্রক?
লুকিয়েছ গৃহে কেন ছাড়িয়া রাজ্য?
এইবার বুঝে নাও কে বিধায়ক।