প্রত্যাশার প্রান্ত ছুঁয়ে খুঁজি স্বস্তির মিঠেস্বাদ।
মানবমন লুকোচুরি খেলে রহস্যের গভীরে!
তবু, কখনো কখনো কিছু কিছু আনন্দবার্তা
দুঃখ ছাপিয়ে যায় সান্ত্বনার অনিন্দ্য পরশে।
এই সেইক্ষণ সুখের লগন তৃপ্তি আসে যখন
স্বপ্ন ছুঁয়ে যায় হৃদয়! কষ্ট কমে যায় তখন।
জীবন বুঝি এক রুদ্রসাগর যেমন উপভোগ্য-
তেমনি কাঁপে শঙ্কায়! কখন যেন হবে ক্ষয়!


আসুক সবার জীবনে সুখ, পাক জয়ের গন্ধ;
স্বপ্ন সত্য হয়ে বেদনা ঘুচে যাক এই বেলায়,
বয়ে যাক একমুঠ শান্তি হিমেল বাতাস হয়ে,
যেমন শীতল হয় মায়ের মমতা মাখা আঁচল।
এভাবে সবে মিলে প্রশান্তি বন্টন করে নিলে
হয় তো অবনীটা হয়ে যেতো জান্নাতের দ্বার।