নির্বাসিত সুনীতি আবারো আসবে ফিরে
আসবে, মানুষের মাঝে সত্যের জোয়ার।
নীরবে-নিভৃতে, প্রাচুর্যপূর্ণ স্বপ্ন বুনে যাই
মজবুত করতে ভিত, অনাগত প্রজন্মের।
সুপ্ত কামনাগুলো সন্তরণ করে চেতনায়!
তাই সত্যের সাথে চলতে হবে বাকিপথ।


ত্রপা ধুয়েমুছে গড়তে হবে শক্ত ইমারত
যেখানে শিখে করবে এই দেশ মেরামত।
শেখাবে অন্যকে তারা, কাকে বলে সত্য
ফিরাবে তাদের, যারা উন্মত্ততায় বিদ্ভ্রান্ত!
সংযমের পবিত্র ক্ষণে শপথ করতে হবে-
আর যেন হয়না কোন ভুল, স্বচ্ছতা রবে।


তবেই মিলবে শান্তি জনগণের ঘরে ঘরে
মিটবে হাহাকার, হাসবে সবাই উচ্চস্বরে।