বৈরী বায়ুতে ভাসে আগুনের ফুলকি-
জমিনে নৃত্য করে, হিংস্র দানব দল!
দাঁতের ফাঁকে দেখ জিহ্বা নাড়ে ওরা
ভেংচিও কাটে আবার বলশালী খল্!
অতীব উত্তাপে ঝলসে যায় মানবতা!
শুকিয়ে গিয়েছে মজলুমের অশ্রুজল!
তবুও, কমে না হায় পাষন্ড-পামরের
নরঘাতী আক্রোশ! কমে না রে ছল্!


ভেল্কিবাজির ভয়ে অবনত নগর পল্লী-
তবুও আগের মতই জালিমরা অটল!
শ্রান্ত মিছিলে কাঁদে আবালবৃদ্ধবণিতা
মুক্ত করতে চায়, প্রিয় আবদ্ধ অঞ্চল।
রুখতে কম্পন, দুর্বিনীত নিপীড়কগণ
চালায় অভিগ্রহ, রাখতে প্রভাব সচল!