আলোছায়া খেলা করে জীবনের আঙিনায়,
যদিও জীবন নয়, মসৃণ পিচঢালা গতিপথ;
তবু সত্য তো এটাই, জীবন বড় রহস্যময়।
জীবনটা দুঃখময়! আছে আনন্দের উল্লাস।
তাকে সঙ্গী করে এগিয়ে যেতে হয় লক্ষ্যে।
হতাশা জাপটে ধরলে তটস্থ হই ভুলে স্বপ্ন-
সফলতা উঁকি দিলে মনে হয় সবই অনন্য।
এই তো জীবন! যে সুখে-দুখে রবে সাথে।


বিরহব্যথার মাঝেও, ভালবাসা কাছে টানে;
আলো আর আলেয়া! চেনা বড় সোজা নয়,
ওখানে লুকিয়ে থাকে হারজিতের পরীক্ষণ।
চড়াই উৎরাই করেই গিরিচূড়া ডিঙ্গাতে হয়
জীবনের ঝুঁকি নিয়েই সমুদ্র পার হই শঙ্কায়
এভাবে পৌঁছে যাই যে যার কাঙ্খিত মঞ্চে।