ছোট্ট এ জীবনে কি পেলাম আর কি হারালাম।
কখন কোন্ সম্পর্ক বদলে যায়, কে ভালবাসে,
কে মুখ ফেরায় ঘৃণায়, কখনোই বুঝতে চাইনি।
একটি লাল গোলাপ, কখনো কি কাউকে দিয়েছি!
কই, কেউ দেয়নি তো কোনদিন আমাকেও!
কখনো মনেই হয়নি, কারো মনের গভীরে
ডুব দিয়ে তুলে আনি স্বপ্নিল প্রেম।


কখনো প্রশ্ন করিনি নিজেকে, জীবনের খুশি কোথায়!
আচ্ছা, ভালবাসা কি করতে হয়, নাকি হয়ে যায়?
জীবন কি শুধুই জীবনের জন্য?
এই সমুদ্র, এই নিসর্গ, কারো হাসি,
কারো দু’ফোটা আনন্দাশ্রু, উদাসী আকাশ,
বিগত প্রতিটি মুহুর্ত আজ শুধুই স্মৃতি!


নিজের অজান্তেই মনকে প্রশ্ন করে বসি, কে আমি!
নেশায় আচ্ছন্ন ভালবাসা, যা হারিয়ে যায়!
আমি যেই হই, যাই হই, স্বপ্নহীন তো নই!
বাসি ফুল, ছন্দপতন, শব্দগুলো কতটাই নীরবতার সাক্ষী!
ছোট ছোট কত কথা খুলে দেয় স্মৃতির জানালা!


আচ্ছা, ভালবাসা কি বার বার আসে!
সাগরের ঢেউ, শ্রাবণের ঝিরি ঝিরি বৃষ্টি,
বকুলের সৌরভ, শিশির ভেজা শিউলী,
তারুণ্যে কারো চোখের দুষ্টু ইশারা!
নতুন পথরেখায় স্বপ্নের হাতছানি!


একদিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে নিজের সাথে যুদ্ধ!
অতঃপর হারিয়ে যাবার সে কি দুঃসাহস!
কখনো কখনো সময়ের হিসেবও হারিয়ে যায়!
একদিন গোধূলি হাত বাড়ায় মিলনের আকাঙ্খায়!
দিগন্তরেখায় স্পষ্ট হয়ে যায় অনন্ত জীবনের পদচিহ্ন!