জীবন তো কাব্য নয়
নয় কোন কবিতার ছন্দ,
এঁকে বেঁকে বয়ে চলা জীবন্ত নদীর মত
সাগরে মিশে খোঁজে আনন্দ।


জীবন তো অরণ্য নয়
ছিল না সে কোন দিনও বন্য,
এলো-মেলো গতিপথে ছেঁড়া ছেঁড়া মেঘ
নীলাকাশে ভেসে হয় ধন্য।


জীবন তো অনন্ত নয়
নয় সে তো নন্দিত পণ্য,
মন থেকে মনে নাচে প্রজাপতির মত
প্রেমিক হৃদয়ে সে অনন্য।


জীবন তো দিগন্ত এক
সে তো যেন স্বপ্নেরই প্রান্ত,
এ ভুবনে খুঁজে খুঁজে সুখের বাসর
মাটির গভীরে হয় শান্ত।