পরিচিত বৃত্তে হারানো স্মৃতিকে স্মরি
গোলক ধাঁধার মাঝে মাথা কুটে মরি!
খোলস ভাঙ্গবো বলে অজুহাত খুঁজি
অথচ নিজের বলে নেই কোন পুঁজি!


স্বেচ্ছা নির্বাসিত হয়ে নীরবে প্রহর গুনি
অবাক বিস্ময়ে অবনীর আর্তনাদ শুনি!
নিজের গন্ডি ছেড়ে এসেছি ঢের দূরে
ফেলে আসা চেনা পথও উপহাস করে!


পর করে দিলে শেষে অশুভ অনল জ্বেলে
হৃদয়ে রক্ত ক্ষরণ তাই দিবা নিশি চলে!
কষ্ট চেপে রেখে তবুও দেখে যেতে চাই
তোমার বিলাসী কাননে আর ফুল নাই!


পুরোনো আঙিনায় দেখে তোমাদের আঁখি
আবেগের আড়ালে তাই লুকিয়েই থাকি,
পরাভূত ইচ্ছেরা সব দ্রোহের পথ ধরে
মনের অজান্তে তাই ক্ষোভ প্রকাশ করে!


বাসনার বলী হয়ে কত ফুল গেছে ঝরে
অবশেষে মোহ এসে ডোবাবে ঘৃণা ভরে!
নোনা ধরে গেলে তোমার সুখের স্বর্গে
দমহীন দেহখানি লুটাবে দুর্গন্ধময় মর্গে!