জমিন যখন মুমিন তরে কঠিন কারাগার,
বুঝবো তখন মেনে নিতে হবে লুপ্ত অধিকার!
সত্য ঢাকার জন্য তখন সৃষ্টি করবে ধোঁয়াশার!
অসহায় যারা না বুঝে তারা পড়বে গলে ফাঁস!
অযোগ্যরাই করবে দমন, যোগ্যরা হবে দাস!
প্রতিবাদীগণ হবে তখন তাদের হাতে লাশ!


ধর্ম খুইয়ে মানুষ এখন ভাঙ্গিতেছে সংসার
অশ্লীলতায় ডুবছে অবনী চলিতেছে অভিসার!
বিবেক হারা মানুষ আজকে করিতেছে ছারখার!
আজাব-গজব অব নিত্যসূচি, সমাপ্তির-আভাস!
করছি না কেউ মরণকে ভয় করছি অবিশ্বাস!
আলোর বাণীতে নেই আস্থা অন্ধকারে বাস।


আল্লাহ্ হলেন বিশ্বস্রষ্টা মহান লিপিকার;
নবী আমার ভালোবাসা দুই পাড়ের সর্দার,
ইসলামই পথের দিশা পাই মুক্তির অঙ্গীকার।
কবর হ’লো সেতু বন্ধন, ফুরিয়ে গেলে শ্বাস;
হাশর হ’লো শেষ আদালত, সত্যের নির্যাস
জান্নাত হ’লো স্বপ্নচূড়া চাই এমন আবাস।


অব> এখন, বর্তমানে, আজ, তখন, এইবার, অব