মানব অরণ্যে করি বসবাস
অসত্যের চলে যেথা বেপরোয়া ত্রাস
ঘুষ আর দূর্নীতির চলে হেথা চাষ!
আজন্ম বিদ্বেষী জিঘাংসা চর্চ্চা করে
বিদ্রুপের বাণ ছুঁড়ে সংকট বাড়িয়ে তোলে
কারো মাঝে সমঝোতার নাই অভিলাষ!
রাতে দিনে অহরহ পড়ে শুধু লাশ!


সভ্যতা বিপন্ন হেথা তবু নাই মাথাব্যথা
জিদের সংস্কৃতি এই যেন রাজনীতি
লোভ আর মোহ করে সকলকে গ্রাস!
উদার মাদক প্রীতি ভেঙ্গে দিল রীতিনীতি
বিদ্রোহী তারুণ্যের টেনে ধরে রাশ,
দ্রোহের মশাল গুলো একে একে নিভে গেল
প্রতিবাদী কন্ঠ গুলো করলো বিনাশ।


শক্তির দাপটে সত্য বলী হয় যত্রতত্র
সশস্ত্র অপরাধী হয়েছে সমাজপতি
বিচার শালিশ ওরা করছে সদাই!
যুক্তির ভিত্তি গুলো সংকটাপন্ন আজ
জ্ঞানের চর্চ্চা যদি হয় পরবাসী,
মুক্তির আকাঙ্খা গুলো করে আর্তনাদ
হায়রে স্বাধীনতা! ভাগ্যের কী নির্মম পরিহাস!