ওহে নির্বোধ!
তোমার প্রতিপক্ষ যদি ধ্বংসও হয়ে যায়
তবু তোমার নাম ইতিহাসে লিপিবদ্ধ রবে
ধ্বংসাত্বক মালহামার বর্বর প্ররোচক বলে!
কত বড় দায় যে তুলে নিলে নিজ স্কন্ধে
তুমি নিজেও জানো না, হায় তুমি এমনই
এক নিকৃষ্ট অর্বাচীন! বিশ্ব জানায় ধিক্কার!


ওহে জুয়াড়ি!
নিজ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে কত বড়
ঝুঁকি নিয়ে বাজি ধরলে বিশ্ব মানবতাকে!
একটিবার ভাবলে না, তোমার আয়ু কত!
আগুনে ঢাললে ঘি, ছড়িয়ে পড়লো শিখা!
কতটা অবিবেচক হলে কেউ এমনটা করে!
কতটা আগ্রাসী হলে ধ্বংসের নকশা আঁকে!


হায় প্রতারক!
এখন আর কেই বা তোমায় করবে বিশ্বাস!
মিথ্যুক দাজ্জালেরই হয়ে গেলে হীন সমার্থক!
তোমার অঙ্গীকার আসবে না কারো আস্থায়!
চিরতরে বন্ধ করলে ফিরে আসার সব পথ!
নমরুদ-ফেরাউনও হেরে গেল তোমার কাছে!
সর্বোচ্চ পাপ নিয়ে তুমি বেঁচে রবে ইতিহাসে!