যে গায়ে এখনো লেগে আছে গাঁয়ের গন্ধ
সে গন্ধ জননীসম জন্মভূমির,
যাকে ভালোবাসা যায় মায়ের মত করেই
যেমন ভালোবাসে মুক্ত সমীর।


তবুও মিটে না সাধ, মন চায় বার বার
আরো প্রীতির করি অঙ্গীকার,
এ অনুভূতি যেন আজীবন থাকে অখণ্ডিত
হৃদ জুড়ে থাক হয়ে অহংকার।


সেখানে লুকিয়ে আছে শৈশব-কৈশোর স্মৃতি
আছে জননীর আদর-সোহাগ,
কি করে ভুলি, নাড়ি পোঁতা আছে যেথায়
যার সাথে হয় না কভু বিরাগ।


ভালোবাসি তাকে, ভালোবাসবো অনন্তকাল
এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত,
সেখানেই রেখো আমায় মায়াবী চিরনিদ্রায়
রইবো সেখানেই হয়ে প্রশান্ত।