মা!
যার মাঝে সৃষ্টি আমার ভ্রুণ!
যে দেহের খুন শুষে আমার এ দেহখানি
আমি যার নাড়ি ছেঁড়া ধন,
সেই তো আমার প্রিয়তমা মা!
যে মায়ের হৃদয়খানি
অশান্তি-হাহাকারে শীতল পানি!
সে মায়ের তুলনা শুধুই জন্মদায়িনী।
যে মায়ের মুখের ভাষা
এ মনে জাগায় আশা
যার হাসি দিয়ে যায় প্রেম-ভালবাসা।
যে মায়ের আঁচলখানি
মমতা জড়ানো জানি
মধু মাখা মুখ যেন শ্রেষ্ঠ রমণী!
আমার হৃদয় মাঝে
যার ছবি আঁকা আছে,
যে মায়ের মধুর বাণী দুই কানে বাজে!
সেই মা শুয়ে আছে এ মাটির বুক জুড়ে
চির নিদ্রায়।
মায়া ভরা মুখখানা কাঁদায় এ প্রাণ,
এখনও অনুভবে পাই তার ঘ্রাণ!
হে মহান প্রভূ তুমি-তুমি রহমান,
ক্ষমা কর জননীরে
জান্নাতে রেখ তারে
এইটুকু প্রার্থনা রেখ হে মহান!