আঁধারে জোনাকী জ্বলে, আলো ছায়া খেলা করে
মুক্তি সেনারা চলে, মুক্তির আশায় লড়ে,
উদাসী জননী ডরে, নির্ঘুম রাত ভরে!
প্রত্যুষে আশা করে, রণবীর আসবে ফিরে।


আনন্দ মিলবে ডানা, হৃদয়ে লাগবে দোলা
বৈশাখ আসবে বলে, জমবে কবিতা মেলা,
আবার হাসবে শিশু, উড়াবে নতুন ধ্বজা;
নতুন হিসেব নিয়ে, জাগবে স্বদেশী প্রজা।


প্রত্যাশার রাজ্য সীমায়, দিগন্তে হেঁটে যায়
নতুন কাব্য সুধা, নীলিমায় সুবাস ছড়ায়,
চেনা জানা শব্দগুলো, ফিরে ফিরে চায়
নতুন প্রাণের অঙ্কুর খোঁজে ধুসর মৃত্তিকায়।