পামরের চ্যালার কোন অভাব নাই!
টাকা কামায় বস্তা-বস্তা!
আমাদের ভাগ্য এমনই নষ্ট-নিষ্ফল,
মিলে শুধু চুরমুরখাস্তা!


ওরা কর্ম ছাড়া, গড়ে তুলে প্রাসাদ!
শিখেছে যত্ন করে চুরি!
ঘুষও খায় দেদারসে চক্ষু বন্ধ করে-
তাই তো বাড়ছে ভুঁড়ি!


ওরা করে বিশাল দলের রাজনীতি;
তাই নাই ওদের জুড়ি!
নতুন গাড়ি, চাহিবা মাত্র পায় নারী
আরো দেয় সুড়সুড়ি!


কামায় যেমন দৈনিক অঢেল টাকা
খরচ করে বেহিসাবী,
ওরা বাজির ঘোড়া-তাইতো মনিব
মেনে নেয় সব দাবী!


লাঠি চালনায় তারা খুব পারদর্শী!
ভয়েই মরে জনগণ!
ওদের মতন নেই যেন আর কেউ!
সালাম দেয় সজ্জন!