আত্মা যখন চলে যাবে আমার শরীর ছেড়ে
হয়তো আমি হারিয়ে যাব মানুষেরই ভিড়ে;
করবে কি কারো চোখ টলমল
ফেলবে কি কেউ একফোঁটা জল;
পারবো কি থাকতে আমি করো হৃদয় জুড়ে!


শত্রু-মিত্র নির্বিশেষে, একটু করো প্রার্থনা,
পরকালে কমে যেন আমার মনের যন্ত্রণা;
ভালবাসার মানুষ কি আর
করবে দো’য়া বারে বার,
হয়তো তখন আত্মা আমার পাবে সান্ত্বনা।


হেরে গেলাম জীবনযুদ্ধে, পালিয়ে গেলো সুর,
হাতছানি দেয় কবরখানি, নয়তো বেশি দূর;
আবার হবে ওপার বিচার
কোরান সুন্না করে প্রচার,
সাজা হলে দেখবো কেমনে বিশ্ব স্রষ্টার নূর!


ভুল করেছি জীবন ভরে, পাপ করেছি ঢের
খুন-খারাবী, মদ-মাতালী, লুট করেছি ঘের;
পাপীর সাজা হবেই সেথা
আল-কোরানে আছে লেখা,
পার পাবো না পরকালে, টানতে হবে জের!