হঠকারীতা করে দিলে ভ্রমের প্রমাণ
ক্ষমতার হবে তার নিশ্চয় অবসান,
শোকের পাহাড় ঠেলে যাবে কতদূর?
তার চেয়ে ঢের ভালো জানিয়া নিগূঢ়
সামর্থ্য সঞ্চয় করে চালাও অভিযান,
তবেই আসবে বিজয় পাবে পরিত্রাণ।


যুদ্ধের মর্মার্থ সঙ্কট! লাশের মিছিল
বিজয়ের সরণি হোক যতই পিচ্ছিল,
আঘাত হজম করে মানিও না হার
হত্যা করবে ওরা আরো বার বার,
ওদের ভ্রান্তিকে ক্যাশ কর কৌশলে
যোগ দিবে সমর্থক এসে দলে-বলে।


টুটে যাবে অমিত্রের অটুট মনোবল
ছত্রভঙ্গ হবে পরাক্রমশালী শত্রুদল!
বাগে পেলে করো জোরে প্রত্যাঘাত
প্রতিবন্ধক সৃষ্টি করে ঘটাও ব্যাঘাত,
অবহেলে ছাড় দিলে নিবেই সুযোগ
পতন ধাওয়া দিবে  বাড়বে দুর্ভোগ।


তাই, চাপানো যুদ্ধকে করো বিনাশ
উদ্দীপনা হারিয়ে হইয়ো না নিরাশ।