যুদ্ধ মানে ধ্বংস! শুধু জনপদের নয়-
যুদ্ধ মানে মানবতার নির্মম পরাজয়!
যুদ্ধ মানেই ষড়যন্ত্র কৌশলের খেলা!
যুদ্ধ মানে খুনের স্রোত অস্ত্রের মেলা।
যুদ্ধ স্বপ্ন হন্তা, সৃষ্টিকে করে লন্ডভন্ড!
বিশ্ব ব্যাপী জনপদ করে খন্ড-বিখন্ড!
নিষ্পাপ মানুষকে দেয় ক্রূর মৃত্যুদন্ড!
সত্যাশ্রয়ীকে আঘাত করে বলে মন্দ!


আসলে যুদ্ধের নেই হিত করার ছন্দ;
জনে জনে সৃষ্টি করে দ্বিধা আর দ্বন্দ্ব!
লাশের পাহাড় গড়ে যা ছড়ায় দুর্গন্ধ!
কেড়ে নেয় সুখ-শান্তি-মনের আনন্দ!


সভ্যতা নষ্ট হয়! জনপদ হয় অরণ্য!
মানুষ থাকে না সভ্য, হয়ে যায় বন্য!