স্বপ্ন ভঙ্গের বিড়ম্বনায় উত্তাল সাগরও
আজ নিস্তরঙ্গ জলাশয়ের মত স্থবির!
বিক্ষত হৃদয়ের রক্তক্ষরণে বিরহ বেদনা
উপচে পড়ে অশ্রুকণা হয়ে সংগোপনে!
জলতরঙ্গের ছন্দহীন আবেদনে উদাস চোখ
খুঁজে ভালোবাসার আশ্বাস অশান্ত নীড়ে!


অন্তহীন আবেগ উদাসীন হয়ে পড়ে পড়ন্ত বিকেলে,
স্বপ্নগুলো বিবর্ণ হয়ে যায় আরণ্যকের থাবাতে!
আজ কোথাও কোন প্রশান্তির গল্প নেই!
বিশুদ্ধ চিন্তার খোরাক নেই কোন জলসায়!
শুধু নখের আঁচড়ে ছিন্ন আঁচলে কালিমার ছাপ!
লজ্জা ঢাকার ব্যর্থ প্রয়াসে মানবতা ঘর্মাক্ত!


এখানে মৃত্যুও বিপন্ন বোধ করে শঙ্কায়!
নীরবে প্রহর গোনে নিরাপদ নিশ্চিত মুক্তির!