রজনী পোহালে আমি, হই বাসী ফুল,
যা পেয়েছি এ জীবনে, সব মিছে, ভুল!
অগোচরে ঝরে পড়ে, দুই চোখে জল,
অনাদরে কেটে গেল, জীবনের পল!
সুখের ঠিকানা খুঁজে, পাওয়া গেল না,
জৌলুসময় পৃথিবী দেখে গেলাম না!
আমার নামটা কেন মানুষের মত!
তাইতো মুছতে চাই হৃদয়ের ক্ষত।


জন্ম না নিলে ধরায়, কি এমন হতো!
ধরণীটা তা হলে কি রসাতলে যেতো?
শ্রাবণী-শেফালী নামে, ডাকে কত জন
সবাইকে ভাগ করে দিয়ে দেই মন!
কিইবা রইলো আর, নিয়ে যাব সাথে!
অভাগিনী কাঁদে তাই , অশুভ নিশীথে!