ঘৃণার পথ বড় বেশি পিচ্ছিল!
যেখানে ভুলুন্ঠিত হওয়ার ভয়;
অস্তিত্বকে সমূলে নাড়িয়ে দেয়।
অস্তিত্বহীন জীবন ধূলির সমান।


দৃষ্টান্তের অভাব নেই চারপাশে;
দেখার তরে প্রয়োজন দেশপ্রেম।
অপেক্ষার প্রহর ফুরিয়ে গেলেই
ফসকে যাবে আগামীর সুযোগ!


সম্ভাবনার সব দ্বারই রুদ্ধ হবে
ঘুমিয়ে কাটালে মূল্যবান সময়!
মেরুদন্ডহীনরা কি সামর্থবান?
নির্ভয়ে দাঁড়াতে কেন যে ভয়!


সময়ের অপচয় করা অপরাধ!
পরাজিত হবার পরে ফরিয়াদ?
কেউকি থাকবে বাকি শোনার?
তবু জয়ের আশা থাকে সবার।