কালের পরীক্ষায় উত্তীর্ণ মহাকাল!
সভ্যতা হেরে গেছে তার কাছে বারবার;
তরঙ্গের ভাঁজে ভাঁজে সাজিয়েছে ইতিহাস!
সময়ের শত্রুরা হয়ে গেছে ছারখার!


সাক্ষী রয়েছে আকাশ বাতাস ধরা,
সাক্ষী রয়েছে চন্দ্র সূর্য তারা,
মানুষের আয়ু নেহায়েতই কম
তুচ্ছ কারণে হয়েছে ভুবন ছাড়া!


জীবন সাগরে ভাসিয়ে তরণী রাজা
ক্ষণ কালে রেখে গেছে কতটুকু অবদান?
প্রেম-ভালবাসায় হয়ে সে পাগলপারা
অতঃপর আঁধারে হারিয়েছে তার প্রাণ!


সাগর সৈকতে কাঁচের স্বর্গে বসে
ঠুনকো জীবনে আর কত চাও সুখ?
অবনত হয়ে তার সাথে কর প্রেম
নইলে ওপারে রয়েছে অশেষ দুখ!


এ ধূলির ধরা যার হাতে গড়া
ভয়ার্ত কিংবা নয় সে তোমার প্রজা,
তার সাথে যদি পার মহা রণে!
পারবে না তাই, পাবেই ভীষণ সাজা।