তাদের অভিভাবকরা আজ ভীষণ কাতর!
কারণ, জুলুম সহ্য করে না সৃষ্টির পালক।
মিথ্যে অপবাদ দিয়ে যতই হানো আঘাত!
ঘাত-প্রতিঘাতে জর্জর জনগণ হয় পাথর!
বুভুক্ষু তখন খুঁজতে থাকে, জীবনের অর্থ,
পইপই হতে থাকে বিফল-হয়ে যায় ব্যর্থ;
খুঁজে মুক্তির উপায় মিলে দ্রোহীর সন্ধান!
ঐক্যবদ্ধ হয়ে তখন, করে ওরা প্রাণ দান।


ষড়যন্ত্রকারীগণ করে, অবিরত মিথ্যাচার!
দেখতে থাকে সর্ষেফুল-কখনো অন্ধকার!
ঘুরপাক খায় ভুলের গভীরে পায় না পথ-
বাড়তে থাকে নৈরাশ্য-বেড়ে যায় আপদ!
এ ভাবেই বাড়তে থাকে বিভেদ-সংঘাত!
কারো হয় পরাজয় কারো বা কাটে রাত।