বিজ্ঞানের ঘাড়ে সওয়ার হয়ে প্রগতিশীল সাজার
কি আপ্রাণ শ্রম! যার মাঝে প্রচ্ছন্ন থাকে হতাশা!
হায়! কি দুর্ভাগ্য সকলের, তাই বলে কি ভাববো,
ভিন্ন প্রজাতি ছিলো মানব জাতির গর্বিত পূর্বসূরী!
কার কি আসে-যায়! চূড়ান্ত সিদ্ধান্ত মহান স্রষ্টার।
বিশ্বাসের ঘাটতি, মুক্তির পথে অন্যতম অন্তরায়।
কৌশল তোমার যাই হোক! মহাকৌশুলী আল্লাহ।
ভুলে গেলে কিন্তু, মাশুল গুনতে হবে অনন্তকাল।
তুমি কি শুধু অন্যদেরই ক্ষতি করছ, নিজের নয়?
পথহারা মানবের হতাশা কতদূরে পৌঁছুলে প্রজন্ম
ক্ষীণের মত হীনমন্যতায় ভুগতে পারে বিষন্নতায়!
অযথা-অকারণ তুমি যাদের অপমান করতে চাও
যদিও তারা তোমাদের প্রতিপক্ষ বা বিনাশক নয়;
আসলে তুমি নিজেই তোমার অজানা ভয়াল শত্রু!