পেঁয়াজের তীব্র ঝাঁঝে জালিমের দল হয়েছে অন্ধ!
দুর্বিনীতের বদস্বভাব বাড়ায় অভাব ছড়ায় দুর্গন্ধ!
বেড়িয়ে আসছে একে একে জগৎ শত্রুদের কঙ্কাল
অপসৃত হোক স্তুপিকৃত যত ঘৃণ্য জাতের জঞ্জাল।


ইদানীং পেঁয়াজও বিমানে চড়ে ভিআইপিদের মত
যাদের পথ খরচা যোগায় বোকার দল অবিরত!
বন্ধুরাও অনৈতিক সুবিধা লুটতে ব্ল্যাকমেইল করে
যার ধকল সামলাতে বেকুবের বাড়তি ঘাম ঝরে!


মানুষের পেরেশানি উপভোগ করে জানি বেজন্মা
ভাবে না, তক্তা উল্টে গেলে পাবে না রে ক্ষমা!
তবু ওরা করে বিচিত্র ধান্দা, কাঁদে হায়! বান্দা
এখন নারীরা বলে, পেঁয়াজ ছাড়া হয় না রান্ধা!


শান্তিনীড় যখন পরিণত হয় জন্তুর চিড়িয়াখানায়
নিস্পন্দ মানুষ তখন প্রমাদ গুনতে সময় কাটায়!
বোঝে না ক্ষতিগ্রস্ত হয় নিজে শয়তানী ধোঁকায়!
বুঝবে সেই দিন, কাঁদবে যেদিন অনন্ত যন্ত্রণায়!