এখন আর কোন কিছুতেই দুঃখ নেই!
কারণ দুঃখের যেখানে কোন শেষ নেই-
সেখানে হৃদয় থাকে মৃত, অনুভূতিহীন!
হয়তো সজীব হবে, সব হলে অবসান।


এখন আর প্রত্যাশা নেই নব প্রভাতের;
তখনো হৃদয়ে জমেনি ভালোবাসার অনু,
উচ্ছল তারুণ্যের সে কি মহা উন্মাদনা!
সব কিছু মনে হতো আহা! আনন্দময়।


কবির লিখা সাম্যের জয়গান অহেতুক?
চারিদিকে ভীষণ সোচ্চার বিবর্ণ বিদ্রুপ!
সবারই চাওয়া তার নিজের মত করে;
অথচ, সময় হয়ে যায় একদম নিশ্চুপ!


সময় কখনো বা ভয়ানক নির্মম-নিষ্ঠুর!
সবাই যখন প্রচন্ড স্বার্থপরের মত করে
ছুঁড়ে দেয় অবহেলা তবু কাঁদে না প্রহর!
তখন আমি ডুবে যাই প্রচন্ড নীরবতায়!