আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল
রঙ্গরসের দুনিয়ায়!
রঙমহলে কাটতো সময়
রকমারি তামাশায়!


ভাবনা ছিল এমনি যাবে
হাস্যরসে জীবনটা!
কাটবে বেলা আনন্দময়
মনটা ছিল প্রমত্তা!


কালো কামাই বেহিসাবী
অর্থ ছিল বেশুমার!
আত্মরক্ষায় কোমরে ছিল
উন্নততর হাতিয়ার!


সদলবলে হাঁকিয়ে গাড়ি
নিয়মিত অভিযান!
স্পর্ধা ছিলনা কারো মনে,
করে না বাধাদান!


কিন্তু একদিন বজ্রপাতে
পুড়ে গেল অবয়ব!
তখন থেকে মনে হ’তো-
আছেন কোন রব।