যত দোষ নন্দঘোষ, বাকি সব ধোয়া তুলসী পাতা!
তাই লাভ নাই, যতই হও নাখোশ,
তোমার সামনে খোলা আছে একটাই পথ;


ধৈর্য সহযোগে অপেক্ষা করো,
আর স্রষ্টার কাছে দাও দাসখৎ।
তিনি ছাড়া তোমাদের কেউ নেই সমব্যথী!


ভ্রান্ত পথে ঐক্যবদ্ধ যারা,
তারা তো তোমাদের মিত্র নয়!
তবে তুমি কেন হাঁটছো সেই পথে?


তোমার পথ হোক সুনির্মল;
যে পথ সত্য বলে প্রতিষ্ঠিত চিরকাল।
যে পথে গিয়েছেন সত্যবাদীরা সদলবলে,
যে পথে আল্লাহ্’র প্রিয়জন গেছেন চলে।