তটরেখা ছুঁয়ে যায় বিবস্ত্র মানুষের অশুভ মিছিল!
অবাধ্য যৌবনে আছড়ে পড়ে সাগরের সফেন ঢেউ!
বিকিনির আবরণ ভেঙ্গে বেড়িয়ে আসে উলঙ্গ মূর্তি!
স্বেচ্ছাচারীর সমাবেশে শয়তান মজা লুটে বেশুমার!


ভোগের বিলাসী প্রয়াসে জন্ম নেয় বিসংগত দৃশ্য;
যার গভীরে লুকিয়ে থাকে কামুক মনের অস্পৃশ্যতা!
বিকারগ্রস্ত পাপাচারী টানতে চায় তাবৎ মার্জিতকে
আপন রেখায়; ছড়িয়ে দিতে চায় উষ্ণতা বিশ্বময়!


যেখানে প্রকাশ পায় সৌন্দর্যহীন নগ্নতা অবলীলায়!
বেহিসেবী ইচ্ছের দাস, করে অশুচির বিকৃত চাষ!
ব্যথার পাহাড় গড়ে সুষম নগর জুড়ে হীনমন্যতায়!
সুখের প্রাসাদ চায় নষ্ট মোহনায়, যা সুসংলগ্ন নয়!


এভাবেই পিশাচরাজ কুটকৌশলে আনন্দ পেতে চায়;
অথচ, আমরা ছন্দ হারাই তার ফাঁদে অজ্ঞানতায়!
বেহুদা এ বালুচরে ঈমান খোয়াই হেসে নির্বুদ্ধিতায়!
তবুও নিস্কৃতি পাবো, সিনান করি যদি বিশুদ্ধতায়।