বিশ্বে যদি, লাগে আগুন!
ঝরে যদি, মানুষের খুন;
মানব হবে দানবের দাস
জন্ম নিবে নব ইতিহাস!


সর্বত্রই বাড়বে আর্তনাদ!
নিলীন হবে, বাঁচার সাধ!
খলের ছলে, লাগলে যুদ্ধ
শয়তান হবে, তাতে মুগ্ধ!


শান্তিপ্রিয় হবে পেরেশান!
ভাঙ্গবে প্রাসাদ-আলিশান!
লুপ্ত হবে সাজানো বাগান!
আত্মসাৎ হবে স্রষ্টার দান!


অহংকারে কেউ হবে অন্ধ!
শান্তি হারাবে সুমধুর ছন্দ!
নানা দলে বেড়ে চলে দ্বন্দ্ব!
ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ!


শয়তান করছে ঈর্ষার চাষ!
তবুও মানুষ হয় তার দাস!
স্বার্থ রূপায়ণে চলে প্রয়াস-
অতঃপর ভেদ পায় প্রকাশ!