আমি অরণ্যবাসী হতে চাই না!


যেথা স্বপ্ন নেই, নেই মানবতা বোধ;
পশুর থাবার নীচে মানুষের বসবাস!
নখের আঁচরে ঝরে অবিরত খুন
ধুতুরার বিষে ঘটে সর্বনাশ!


জীবন আতঙ্কিত; কেন এত লাশ?
শিশুর আর্তনাদে কাঁপে মহাকাশ!
ক্ষমা কর প্রভূ, দাও সুখের আবাস;
অরণ্যে ভরিয়ে দাও ফুলের সুবাস।