চাতকের মত চেয়ে থাকি, নেই! এক ফোটা জলকণা
করি না সেজদা, মানি না বিধান, জমে গেছে ঢের দেনা!
তুলে দু’টি হাত, করি মোনাজাত, দাও প্রিয় অনুদান
তোমারই বান্দা, করছি ধান্ধা! তবু করিও না অভিমান।


লোভের আগুনে পুড়িয়ে করেছি নিজের সর্বনাশ;
তুমি যে মহান, তাই তো রেখেছি, এই মনে ঢের আশ,
ক্ষমা করো প্রভু, সৃষ্টির বিভু, করিয়াছি অপরাধ;
মোহ করিয়াছে ভ্রান্ত আমারে! মিটেনি আসলে সাধ!


অপয়া স্বপ্নে থেকেছি মগ্ন, ভুলে গেছি পরকাল;
মানুষের জমি করিয়াছি গ্রাস! দলিল করিয়া জাল!
ছিনিয়ে নিয়েছি বিবিধ পণ্য, করেছি অর্থ চুরি!
হারাম খাদ্য খেয়েছি অনেক, বড় হয়ে গেছে ভুঁড়ি!


সুদের ব্যাবসা করেছি জমিয়ে, চক্র বৃদ্ধি হারে
কত খুন করে চাপিয়ে দিয়েছি দোষটা পরের ঘাড়ে!
অনিয়ম করে ভেঙ্গেছি ঢের সত্য দিনের প্রথা
নিলাজের মত ঘুষ খেয়ে কত, বলি বড় বড় কথা!


মানুষের ঘরে আগুন জ্বালিয়ে করেছি মিথ্যাচার
আমানত কত করি খেয়ানত, লুট করি কোষাগার!
অপরাধী বলে অপবাদ দিয়ে কেটেছি শত্রু মাথা
মানুষের মনে দিয়েছি আঘাত, দিয়েছি অনেক ব্যথা।


মাদক দ্রব্যে মাতাল হইয়া বিশ্ব করি বেতাল!
ব্যভিচারী হয়ে ছড়িয়েছি ব্যাধি, মহী হলো উত্তাল!
দম্ভের সাথে চলেছি সমাজে করিয়াছি অপমান;
অবশেষে বলি, করিয়াছি পাপ! মাফ করো রহমান!


কিছু সত্যকে উপাদেয় করে পরিবেশন করতে সাধু চলিতের মিশ্রণ ঘটেছে, এ জন্য দুঃখ প্রকাশ করছি।