মরণের বিরুদ্ধে কোন শত্রুতা নেই;
যেন, সততার সাথে করি আলিঙ্গন,
এমনই হোক আমার পার্থিব আচার-
মরু জ্যোতির মৈত্রী হোক অঙ্গীকার।
স্বীয় স্বার্থের ভিত্তিতে সত্য গতিহীন;
ক্ষণজন্মার আদর্শই বরণীয় চিরদিন।
কারো কপালে নেই শরীরী অমরত্ম,
এইটাই বাস্তবতা! তাই মানি উত্তম।
ফাগুনের আগুনে যদি জ্বালাই হৃদয়-
বিশ্বাসের অপমৃত্যু ঘটবে যখনতখন।,
ক্ষণকালের তরে যদি, হই বেসামাল;
ওপারের বিচারে হবো জীর্ণ-কাঙ্গাল!
অহমিকা দিয়ে যদি গড়ি কল্পপ্রাসাদ
ফানুসের মতই জীবন, হবে বরবাদ।