খুলে দাও বন্ধ জানালা
মিশে যাও সৃস্টির সাথে,
দেখ ওরা কত ভালবাসে
নিসর্গে শোন কান পেতে।


খোলস ছেড়ে বেড়িয়ে এসে
যোগাও রিক্ত প্রাণে আশা,
ললাটে চুম্বন দিয়ে যাবে
সোহাগ জড়ানো ভালবাসা।


সবাইকে টেনে নাও বুকে
ভেবো না কেউ বেশি ছোট,
উচ্চতা মেপো না প্রতিদিন;
বিধাতা করতে পারে খাটো।


ফানুসে না করে বিচরণ
মাটির জমিনে নেমে এসো,
সুখের আঙিনা গড়ে তুলে
অসমকে পাশে নিয়ে বসো।


তবেই মহান হবে তুমি
জীবনের প্রতি বাঁকে বাঁকে,
ভুলে যাও ব্যবধান কত-
ছুটে যেও, যদি ওরা ডাকে।