ইমাম মাহদী যদি, আসেন এ সনে
দ্বিখন্ডিত হবে প্রেম, মোমিন তা জানে;
হয়তো আলোর ছটা, ছড়াবে সে ক্ষণে
উচ্ছল হাসির বান, বাজবে দু’কানে।
সকালে-বিকালে খেলা, জমবে আবার;
আশেকে রাসুল যত, দিবে উপহার,
প্রতিদিন-প্রতিক্ষণে, জীবন সাবাড়!
নতুন নতুন জয়, মানবে না হার।


দাবার ঘুঁটির মত, মরবে না আর
রুখিয়া দাঁড়াবে তারা, করবে প্রচার,
খুনের দরিয়া দিয়ে, হবে পারাপার
হারাবে না মনোবল, দিবে সুবিচার।
তাইতো খুঁজবে অরি, আলোর দুয়ার
নতুন পৃথিবী হবে, মুক্তির আধার।