আর কতদিন করবে লালন
মনের মাঝে দ্বেষ?
জীবন-যৌবন শেষ করিলে
পাকলো মাথার কেশ!


বুকের রক্তে হাত রাঙ্গালে
পেলে কেমন সুখ?
থাকবে না কেউ অবনীতে
বেকার দিলে দুখ!


পঙ্গপালের মতই ছুটছো
জোট বাঁধিয়া সব,
দুই হাতে কত মারনাস্ত্র
দেখছে সবই রব!


ইচ্ছে মত করছো হিসেব
দোষ কি বল তার?
আমরা আছি মিলে মিশে;
যেন একই পরিবার।


কিসের নেশা পাগল করে
হঠাৎ বদলে যাও!
পথের মাঝে পথ হারিয়ে
ভুল পথে আগাও!