আমি আজ কত কিছু থেকেই বঞ্চিত!
অথচ. মুখে কুলুপ এঁটে রয়েছি সজ্জিত!
মিথ্যা প্রশংসা আর তেলবাজিতেই প্রশান্তি!
না পেয়েও বলতে হবে মহাতৃপ্ত, নেই শ্রান্তি!
আতঙ্ক জাগে! সত্য বললে বাাড়বে অশান্তি!
ত্রাসের মাঝে বাঁচতে হবে, আসুক না ক্লান্তি!
তবেই পাবে স্বর্গীয় সুখ, বাঁচবে সম্মান তবে!
আড়াল থেকে কেউ বলে, বেশ আছো ভবে!
অবিক্ষুব্ধ সমীরে কারা যেন দিয়েছে দেয়াল;
কেউ কারো ভালো-মন্দে করে না খেয়াল!
অথচ, ওদের আঙিনায় জ্বলছে নিয়ন বাতি!
কেউ বা দিবসেই জমিয়েছে নন্দিত রাতি!
দেউলিয়া দ্বীপের বসতিরা হারিয়েছে দিক-
দাজ্জালের প্রলোভনে সবাই বলছে  ঠিক!