এই তো সেদিনের কথা;
বটতলা মোড়ে জমতো আড্ডা,
চায়ের দোকানে সকাল-সন্ধ্যা
ফয়সালা হতো জায়গা-জমির দামটা।


ঝন্টু মন্টু হামুরা দালালী পেত,
মিষ্টি খাওয়ার কি যে ধুম লেগে যেত;
কেউ পেত জমি-বাড়ি, কেউ পেত টাকা,
মাপ-ঝোক দিয়ে তারা বুঝে নিত জাগা।


ক’দিন আগের কথা;
গার্মেন্টসে চাকরীর বাজার ছিল চড়া,
কাজের বুয়ার আজ ছড়াছড়ি
সুখের বাজারে খরা!


অল্প দিনের কথা;
আদম ব্যাপারীর ব্যবসাটা রমরমা,
ইদানীং কাজের নেই কোন চাপ
গালে হাত দিয়ে বসে থাকে মনমরা!


পকেটের টাকা ফুরিয়ে গেলেও
ভরে নারে পলিথিন!
বড় ব্যাগে করে বাজার করার
ফুরিয়ে গিয়েছে দিন!


মাত্র ক’দিনে বদলে গিয়েছে ধারা!
বিয়ের বাজার মন্দা হলেও
সমাজে এখন জনপ্রিয় পরকীয়া!
আগামীতে নাকি আরও আছে বড় ফাঁড়া!