কবিমন আবেগ প্রবণ, কল্পরথে বিশ্ব ভ্রমণ!
জীবনের ছন্দে মাতাল, উচ্ছসিত ধন্য সাদা মন;
ওঁরা খোঁজে বিশ্বজুড়ে স্বপ্ন রাঙা শান্তি নিকেতন!
ওঁরা চায় শান্তি প্রিয় মিত্র এবং নন্দিত ভুবন!


আকাশে লাগলে কালো মেঘ, বাড়ে  হৃদ উদ্বেগ;
মানুষের কষ্ট দেখে অশ্রু ঝরে, বাড়ে ভাবাবেগ।
প্রেম পিয়াসী দুখ বিনাশী মন খুঁজে মাশুক,
ঝর্ণা ধারায় মন ছুঁয়ে যায়, নিসর্গের আশিক।


ভাসে তার হৃদয় পটে বিশ্বজনীন উৎসবের আবেশ,
মানে না ধর্ম বিভেদ, বর্ণ বিভেদ, বৈরী পরিবেশ!
ভুলে যায় হিরোশিমা, নাগাসাকি, এপ্রিল, অনিমেষ!  
ভুলে যায় বৌদ্ধ, যবন, দলিত নিধন হিংসা ও বিদ্বেষ!


কুর্দী, শিয়া, সুন্নি খুনে বইছে প্লাবন দেশে দেশে
সাগর বেলায় নিথর দেহে আইলান হচ্ছে লাশ!
ফিলিস্তিনের হত্যাকান্ড হার মেনেছে গুজরাটে!
ফেলানীরাও মরছে কেমন, মাসের পরে মাস!


উন্মত্ত হিংসায় শাঁখের করাত ঝুলছে ধরায়,
তবুও তাঁরা শান্তি প্রিয় চায় না বিভাজন!
আসছে তেড়ে বিশ্বযুদ্ধ! হয়তো হবে অনিরুদ্ধ;
এরই মাঝে উৎসব আসে জানি সর্বজন।