কবি স্রষ্টা নয়, সৃষ্টির আনন্দ;
কবি সত্যের উপাসক,
অসুন্দরের যে দূতিয়ালী করে
সে তো কবি নামেরই কলঙ্ক!
কবি নিসর্গ সৃষ্টি করে না
তবে ভালবাসে হৃদয় দিয়ে,
নারীকেও সৃষ্টি করে না কবি
তবে তার সৌন্দর্যকে করে মোহনীয়।
কবি স্বপ্নের কারিগর নয়
কখনও দার্শনিক হয় বটে,
তবে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে
আশা জাগায় মানুষের মাঝে
জাগরণের কবিতা শুনিয়ে ঘুমন্ত
মানুষকে জাগিয়ে তুলে বিপ্লবী করে।
কবি প্রেমের আমৃত্যু কাঙাল,
হৃদয়কে প্রেম দিয়ে মার্জিত করে;
ভালবাসার গান লিখে লিখে
সুখের আনন্দ বিলিয়ে তৃপ্তি খোঁজে;
জীবনকে নন্দিত করার বীজ বুনে বুনে।