দরদ ভরা দিলের মাঝে আঁকি প্রেমের ছবি,
নাতো আমি প্রেমী কিংবা নাতো আমি কবি।
সুরের সাথে নেইতো আমার কোনই পরিচয়
বুঝি নাই প্রেমের ভাষা কিযে মধুর ছন্দময়!


প্রেমের মাঝে মিষ্টি দরদ, ছিল নাতো জানা
ভালবাসার আদর-সোহাগ রইলোরে অচেনা,
ইচ্ছে জাগে আবার ফিরে হবো প্রেমদিওয়ানা
পথ খোলা নেই! এখন আমি হয়েছি বেগানা।


প্রেম না করে ভুল করেছি, ভাবি কভু কভু;
প্রেমের মাঝে কবির বাড়ি জানেন ভাল প্রভূ।
কাব্য সুধায় আবেগ ঝরে, প্রেম যমুনায় সুখ
স্বপ্ন হাসে নীল আসমানে, ঘুচিয়ে মনের দুখ।