রাতের আঁধারে জোনাকীর আলো
কবিকে যোগায় স্বপ্ন ঘ্রাণ,
নিসর্গ মাঝে বেঁচে থাকে কবি
লিখে যান কত কবিতা গান।


কবিদের গানে, কবিতার টানে
হয়েছে যুদ্ধ, সমরাভিযান;
শান্তির তরে ভূমিকা রেখেও
পেয়েছে কি প্রতিদান?


কবির আকাশে কালো মেঘ এসে
তুলেছে হৃদয়ে ঝড়-তুফান!
তাই তো ফলেনি নিজের উঠোনে
স্বপ্ন জাগানো সোনালী ধান।


দুখের দিনেও ছাড়েনি কলম
জাগিয়েছে কত নিঃস্ব প্রাণ,
অতীতের বাঁকে চেয়ে দেখ ঐ
রেখে গেছে অবদান!


কবিদের মাঝে আবাস গড়েছে
জীবন্ত অভিধান!
রংধনু থেকে রং নিয়ে তাঁরা
আল্পনা এঁকে যান।


কবি বলে যারে কর অবহেলা
কর কত অপমান!
তার জ্ঞানে গুণী কত অভাজন
হয়ে গেছে মহাপ্রাণ!