মাত্র ক’দিন আগের কথা, নয় বেশি দিন;
বারুদের অদূরে জ্বলছিল চিহ্নিত অর্বাচীন!
অথচ, সবাই জানে সে কতটা জ্বালানীহীন!
তবু, তারে ভাবে সবে, নয় সে আলোহীন!


কেউ কি বুঝতে চেয়েছিল বারুদের ঢিবি
আসলে কি মৃত নাকি প্রসুপ্ত আগ্নেয়গিরি!
আত্মঘাতী বিদারণে ঘটতো যদি উদ্গীরণ!
তবে, জ্বলে যেত পাল সহ বেশুমার তরী!


জ্বলে যেত সব ফসলের মাঠ, বধুয়ার স্বপ্ন!
হয়ে যেত সমস্ত জনপদ ক্রমান্বয়ে দ্বীনহীন!
এমনই সব ভয়ংকর খেলা দেখেছি আজন্ম;
তবুও নীরোরা নির্বোধের মত বাজায় বীন!


কবিতা যদি কবিতাই থাকে, সব নিরাপদ;
আর যদি জ্বলে উঠে, সৃষ্টি হবে খুনের নদ!