কবিতাকে যারা ভালোবাসেন,
কবিতা লিখার সামান্যতম প্রয়াস চালান,
তাঁরা বিনিময়ে কে কি পেয়েছেন,
আমার তা জানা নাই।
তবে, তাঁরা ঠিকই কবিতার গভীর থেকে
নির্যাসটুকু শুষে নেন।
যা থেকে আলোকিত করেন নিজের মন,
আর তা থেকেই ছড়িয়ে পড়ে কিরণ।
কবিতা শুধু আলোই ছড়ায় না-
আবেগ আর ভালোবাসাও ছড়িয়ে দেয়।
আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে
প্রেমের মাধুর্য আর মানবতার স্পন্দন।
কবিতা স্বপ্ন দেখতে প্রেরণা যোগায়,
যে স্বপ্ন থেকে সৃষ্টি হয় সৃজনশীণ মন।