জনতা বিক্ষুব্ধ হ’লে পরিণতি কি হতে পারে,
বুঝতে হয় শ্রীলংকার চলমান দৃশ্যপট দেখে!
লেবুকে চিপে চিপে বেশি তেতো করলে বুঝি
এটাই হয়, নেতৃত্বহীন বিক্ষোভেও বিপ্লব হয়!
এই অবস্থা দেখে কেউ কি কোন শিক্ষা নিবে?
নেয়াটাই হবে উত্তম ইতিহাস সে কথাই বলে।


তবে, মেধার যদি ঘাটতি থাকে, হিসাব ভিন্ন;
তাতে কার কি বা যায়-আসে, ব্যতীত নিজে!
স্বপ্ন দেখাই মানুষের স্বভাব এটা কি দোষের?
তবে আত্মনির্ভরশীলতা বিশ্বাসকে শক্ত করে।
আত্মবিশ্বাস থাকা ভালো তাই বলে অহংকার!
আত্মাদরকে বন্ধক দিয়ে সিদ্ধি কেমনে আসে?


গবাক্ষ বন্ধ রেখে, ঘরকে আঁধার করে কি হয়!
স্বপ্ন গুমড়ে কাঁদে, রুদ্ধ হয় মুক্তির সকল দ্বার!
আরশে ধরলে কাঁপন জমিন ফেটে চৌচির হয়-
পিছন থেকে এসে, খামচে ধরে অজ্ঞ পরাজয়!