গত ১০/০৪/১৯ তারিখে প্রিয় কবি, মোঃ রোকন আহমেদ এর “আযান” কবিতায় আমার করা মন্তব্যটি আজকের আসরে তাঁকেই উৎসর্গ করলাম।


আযানের সুরে মোমিনের প্রাণে
জাগে আল্লাহ্'র ভয়,
অনুভূতি জাগে হৃদয়ের মাঝে
আর অলসতা নয়।


আল্লাহ্ এক, নয়তো একাধিক
এই বিশ্বাস নিয়ে,
নামাজে দাঁড়াই নিবিড় চিত্তে
মসজিদে গিয়ে।


আযানের সুর বড় সুমধুর
সমৃদ্ধ করে মন,
সব কাজ ফেলে যাই মসজিদে
ভেবে প্রয়োজন।


আমির-গরিব, নেই ভেদাভেদ
কাঁধে মিলিয়ে কাঁধ,
হাত দু'টি তুলে করি মুনাজাত
আবেগের ভাঙ্গে বাঁধ।


বড় ভালো লাগে, হৃদয়টা মাগে
আল্লাহ্'র কাছে ক্ষমা,
হে মহান প্রভূ, আখেরাতে তুমি
এ পুণ্য করিও জমা।