কলম ও কবিতাই কবিদের মহান শত্রু!
কারণ, ওরা শাণিত করে তাদের হৃদয়।
তখন কবিগণ পারেন না বেঈমানী করে
মোনাফেক হতে; মৃত্যুঞ্জয়ী হতেই থাকে
তারা বদ্ধপরিকর। তখন, আদর্শ ব্যতীত
অন্য কিছুই পারে না তাদেরকে টলাতে।
ভীতিকে তুচ্ছ ভেবে সত্যকে করে তারা
আলিঙ্গন। অসত্যকে হারাতে করে পণ।


লোভ আর মোহই কি জীবনের অনুক্রম?
অথচ জীবন কতটাই না ঠুনকো সোপান!
স্রষ্টার সাথে অনন্তকালের চুক্তি কি তুচ্ছ?
অবিশ্বাস সৃষ্টি করে শুধু পার্থিব সমাধান;
কিন্তু বিশ্বাসের সুফল কি, জানে ধীমান।
তাই সত্যের তরে কাব্য রচে হও মহান।