রোহিঙ্গা শিশুর এক ফোটা চোখের জল
যদি তোমাদের সম্মিলিত পুণ্যির চেয়ে
ভারী হয়ে যায় তবে জেনো,
নরকের আগুন তোমাদের স্পর্শ করবেই!


অবশ্য তোমরা তো পরকালই মানো না!
কিন্তু আমার বিশ্বাস আরও গাঢ় হলো;
কেননা, নিরাপরাধ রোহিঙ্গাদের
রক্ত, আব্রু, জীবন বৃথা যেতে পারে না!


“চারটি অবোলা কুকুর যখন একটি পরিত্যাজ্য
শিশুকে রক্ষার তরে নির্ঘুম রাত জেগে পাহারা দেয়!”
তখন তোমরা মানব শিশুকে খুঁচিয়ে খুঁচিয়ে,
গুলি করে, পানিতে ফেলে হত্যা করছো!


তোমাদের অপরাধের বিচার হবে না!
তোমাদের কখনও শাস্তি হবে না!
সবকিছুই শূন্যে মিলিয়ে যাবে!
সেটা কি অবিশ্বাস্য নয়?


হে বিশ্ববাসী, তোমরা কি ভেবেছো-
গুটিকয়েক রোহিঙ্গাকে বলি দিলেই  
তোমাদের সভ্যতা(!) সঙ্কট মুক্ত হবে?
ভারমুক্ত হয়ে অমরত্ম পাবে!


খোদার জমিনে শাসক সেজেছো!
তোমাদের ক্ষমতা কি বিশ্ব শাসকের চেয়েও বেশি?