আমি একটা কবিতা লিখে রেখে যেতে চাই অনন্য!
কেটে যায় যাক নির্ঘুম রাত, তবু আমি হবো ধন্য।
আমি লিখে রেখে যেতে চাই অনাগত জীবনের জন্য।


আমি পড়বো না আর আসমানীদের কষ্ট মথিত গদ্য;
শিশিরের সাথে ভালবাসা করে লিখে যাব সেই পদ্য,
লিখে রেখে যাব শিশুদের তরে, জন্মিল যারা সদ্য।


জানি আমি জানি, আমি যে অধম জগতের মহা মূর্খ;
তবু আমি চাই, তোমাদের তরে, গড়ে যেতে এক স্বর্গ,
যদি পারি প্রভূ, তোমাকেই দেবো অনন্ত কালের অর্ঘ্য।


নিশিথে জ্বালাবো সুখী পিদিমের জ্যোতির্ময় আনন্দ;
চাঁদের কিরণে কেটে যাবে দ্বিধা, মিটে যাবে যত দ্বন্দ্ব,
রজনীগন্ধা এসে বাতাসে ছড়াবে হৃদয় মোহিনী গন্ধ।


আমি কল্পনা থেকে স্বপ্নকে এনে গাঁথব হৃদয় মাঝে,
ভালবাসা দিয়ে প্রেমের গল্প শোনাবো সকাল-সাঁঝে;
যেন দুঃখরা সব সংসার ছেড়ে পালায় গভীর লাজে।


আমি অমানিশা রাতে তাড়াবো আঁধারের সব কালো;
মনের গভীরে যত দ্বেষ আছে, অনলে ছুঁড়িয়া ফেলো,
কলঙ্ক মুছবো রক্তজবার রসে, জ্বালো সত্যের আলো।


কালো মেঘে ঢাকা আকাশ দেখেও ধরেছি অনেক ধৈর্য;
আলোর নাগাল পাই যদি প্রিয়, এনে দেবো করে কর্জ!
দেখে যেতে চাই সোনালী সকালে উঠেছে নতুন সূর্য।